ফেসবুকে লাইভ প্রচারের সময় পুলিশের গুলি




সিএনবাংলাদেশ ডেস্ক:

ছবি সংগৃহীত। হংকংয়ে ফেসবুকে লাইভ প্রচারের সময় বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে পুলিশ। আজ সোমবার এ ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে বলে জানা গেছে।

একটি লাইভ ফুটেজে দেখা গেছে, সাঁইয়ান হো তে বিক্ষোভকারীদের দ্বারা অবরুদ্ধ একটি সড়কে একজন মুখোশধারী ব্যক্তিকে আটক করার চেষ্টা করছে পুলিশ।

সে সময় দেখা যায়, একজন পুলিশ অফিসার অস্ত্র তাক করে রেখেছেন। এরপরে অন্য একজন মুখোশধারী লোক ওই অফিসারের কাছে আসলে তিনি বুকে গুলিবিদ্ধ হন। দ্রুত মাটিতে পড়ে গিয়ে বুকের বাম দিকে চেপে ধরেন তিনি। তার কি অবস্থা হয়েছে তা এখনো স্পষ্ট নয়।

ফুটেজে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। হংকংয়ে বিক্ষোভ শুরুর পর থেকে এ নিয়ে এখন পর্যন্ত তৃতীয়বার কাউকে গুলি করল পুলিশ।

বিক্ষোভকারীরা সোমবার হংকংয়ের বিভিন্ন এলাকায় ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করে রাখে। বেশ কয়েকটি স্থানে রেল যোগাযোগ বিঘ্নিত হয়। বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।

অন্য একটি ভিডিওতে দেখা গেছে, মোটরসাইকেল আরোহী এক পুলিশ ইচ্ছে করেই বিক্ষোভকারীদের মধ্য দিয়ে চলে যাচ্ছেন।

সূত্র : আল-জাজিরা

শেয়ার করুন!