সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় ভ্যান চালক নিহত



সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় আবুল বাশার (৩৫) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় সদর উপজেলার আলিপুর হাটখোলা মোড়ে এই দূর্ঘটনাটি ঘটে। সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

নিহত ভ্যান চালক আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের বেউলা শ্বেতপুর গ্রামের নূর হোসেন গাইনের ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান স্থাণীয়দের বরাত দিয়ে জানান, ভ্যান চালক বাশার শহরের একটি শোরুমে ফ্রিজ আনা নেওয়ার কাজ করতো। সে রাতে কুলিয়া এলাকার দিকে যাওয়ার পথে আলিপুর হাটখোলা নামক স্থানে দ্রুতগামী কোন গাড়ী তাকে ধাক্কা দেয়। এ সময় বাশার ভ্যানসহ রাস্তার পাশে একটি ডোবায় পড়ে যায় এবং ভ্যানটি তার গায়ের উপর চাপা পড়ায় সে আর ডোবা থেকে উঠতে পারেনি। বুধবার (২০ নভেম্বর) সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ তার লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

শেয়ার করুন!