নবাবগঞ্জে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের উদ্বোধন



বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :

ছবি-সিএনবাংলাদেশ । দিনাজপুরের নবাবগঞ্জে সরকারিভাবে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে উপজেলা কৃষি অফিসে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে ধান সংগ্রহের উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মশিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা আসাদুজ্জামান, উপজেলা খাদ্য কর্মকর্তা হালিমুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ মোশারফ হোসেন, মোঃ আমজাদ হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক জিয়াউর রহমান মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানানো হয়, এ বছর লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করে ২৩৮৯মেট্রিক টন ধান সরকারি ভাবে সংগ্রহ করা হবে। প্রতি কৃষক এক টন ধান দিতে পারবে।

শেয়ার করুন!