
মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুরে অভিযান পরিচালনা করে ধর্ষন মামলার এক আসামীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর দিবাগত রাতে জৈন্তাপুর মডেল থানার এসআই আতিকুর রহমান রাশেলের নেতৃত্বে একদল পুলিশ জৈন্তাপুর উপজেলার দূর্গম এলাকায় অভিযান পরিচালনা করে ২ সন্তানের জনক ধর্ষন মামলার পলাতক আসামী হর্নি গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মোঃ হারুনুর রশিদ (৩৫) কে আটক করেছে। আটক ধর্ষকের বিরুদ্ধে গত অক্টোবর মাসে জৈন্তাপুর মডেল থানায় ধর্ষনের অভিযোগে মামলা হয়। যার মামলা নং ১৭(১০)২০১৯। মামলা দায়েরের পর সে আত্মগোপনে চলে যায়।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক ধর্ষক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে টিম জৈন্তাপুর তাকে আটক করে। বুধবার আটক ধর্ষককে আদালতে প্রেরন করা হয়েছে।