সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের ফল প্রকাশ



সিএনবাংলাদেশ অনলাইন :

ফাইল ছবি । সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক/শিক্ষিকা পদের এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার বিকালে কমিশনের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয় বলে জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।

তিনি গণমাধ্যমকে বলেন, লিখিত পরীক্ষায় ৭ হাজার ১৬১ জন উত্তীর্ণ হয়েছেন। আগামী বছরের প্রথমদিকে উত্তীর্ণদের মৌখিক গ্রহণের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

গত ৬ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা শহরের ১৭০ টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। ১ হাজার ৯৯৯টি দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার এই পদের পরীক্ষায় ১২ ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন ২ লাখ ৩৫ হাজার ২৯৩ জন।

শেয়ার করুন!