সিলেটে বিচারের নামে যুবক নির্যাতন, ভিডিও ভাইরাল



স্টাফ রির্পোটার :

সিলেটের জকিগঞ্জে বিচারের নামে এক যুবককে ঝুলিয়ে নির্মমভাবে নির্যাতন করার অভিযোগ ওঠেছে ইউপি সদস্যে আবদুস সালামের বিরুদ্ধে । সেই নির্যাতনের একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে বিভিন্ন সামাজিক ও যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যায়, জকিগঞ্জ উপজেলার ৩নং-কাজলশাহ ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সালাম আটগ্রাম গুচ্ছগ্রামের আফজাল নামের এক যুবককে বাঁশের সঙ্গে ঝুলিয়ে নির্মমভাবে নির্যাতন করছেন। ভিডিওটি ইতিমধ্যে পুলিশের হাতেও পৌঁছেছে।

সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন জানান, ঘটনাটি তিন মাস আগের। ইতিমধ্যেই নির্যাতিত ব্যক্তি আফজালকে খবর দেয়া হয়েছে তার কাছ থেকে অভিযোগ নিয়েই নির্যাতনকারী আব্দুস সালামকে গ্রেফতার অভিযানে নামবে পুলিশ।

পুলিশ সুপার জানান, আবদুস সালামের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।

এছাড়া গত ১২ নভেম্বর আরও একটি অভিযোগ এসেছে যাতে বলা হয়েছে আব্দুস সালামের বিচারের নামে অপমান নির্যাতন সহ্য করতে না পেরে স্থানীয় আব্দুল মান্নান নামে একজন বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।

ফরিদ উদ্দিন জানান, এই অভিযোগও তদন্ত করছে পুলিশ। এর মধ্যেই এই ভিডিওটি পাওয়া গেছে।

শেয়ার করুন!