
সিএনবাংলাদেশ অনলাইন :
ফাইল ছবি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজের ভেতর থেকে প্রায় সাড়ে চার কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে, যার মূল্য দুই কোটি ৩২ লাখ টাকা বলে জানা গেছে।
আজ শনিবার ভোরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। এরপর বিমানটি জব্দ করা হয়।
ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন কাস্টমস হাউসের সদস্যরা। নজরদারি ও তল্লাশির একপর্যায়ে ভোর ৬টা ১০ মিনিটে অবতরণ করা ফ্লাইট ‘বিজি-০৪৮’ থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। ফ্লাইটটি দুবাই থেকে আসে।
উড়োজাহাজটির ১৫ নম্বর আসনের নিচে লুকানো অবস্থায় ৪০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন চার কেজি ৬৪০ গ্রাম।উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় দুই কোটি ৩২ লাখ টাকা বলে জানা গেছে।
উদ্ধার করা স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কাস্টমস সূত্র।