সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের উন্নয়ন কাজ পরিদর্শ করলেন মেয়র আরিফ



সিলেট প্রতিনিধি:

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের উন্নয়ন কাজ পরিদর্শ করেছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। নগরীর জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে চলমান রাস্তা সম্প্রসারণ, ড্রেন নির্মাণ এবং সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

আজ সোমবার দুপুর ১টার দিকে তিনি এ উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এসময় মেয়র বলেন, রাস্তা সম্প্রসারণের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের দিকে কিছু যায়গা নেয়া হবে এবং একই সাথে শহীদ মিনারের সৌন্দর্য্যবর্ধনে বেশকিছু উন্নয়ন কাজ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, শহীদ মিনার বাস্তবায়ন পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদ। তিনি বলেন, উন্নয়ন কাজে অনেকেই বাঁধা সৃষ্টি করতে চান। শহীদ মিনারের উন্নয়ন কাজে কেউ বাঁধা দেওয়া উচিত হবে না। সিলেটের সুদৃশ্য শহীদ মিনারের আরো সৌন্দর্য্যবর্ধন হলে দেশ-বিদেশের পর্যটকরা সিলেটে আরো বেশী আসবেন।

পরিদর্শনকালে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন!