
শ্রীমঙ্গল(মৌলভীবাজা)প্রতিনিধি :
ছবি-সিএনবাংলাদেশ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একাডেমি কাপ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে মৌলভীবাজার ফুটবল একাডেমি দলকে ২-০ গোলে হারিয়ে হবিগঞ্জের চুনারুঘাট এর ব্যারিস্টার সাইদুল হক সুমন ফুটবল একাডেমি বিজয়ী হয়েছে। গতকাল শুক্রবার (২২নভেম্বর) বিকেলে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া স্কুল ফুটবল মাঠে এ খেলা উদ্ভোন করেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
উদ্ভোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুছ ছালেক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ সভাপতি আর্ধেন্দু কুমার দেব, সহ-সভাপতি জিল্লুল আনাম চৌধুরী প্রমুখ।খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের হাতে ক্রেষ্ট তুলে দেন।