
বিনোদন ডেস্ক :
বাবার সঙ্গে আমিরকন্যা-ফাইল ছবি । ডিসেম্বর মাসেই থিয়েটার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন আমির খানের মেয়ে ইরা খান। মুম্বাইতে তার পরিচালনায় প্রথম নাটক Euripeides’ Medea অবলম্বনে তৈরি। এখন নেটিজেনরা জানতে চান তাহলে বাবার সঙ্গে কবে কাজ করবেন আমিরকন্যা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইরা জানান, অভিনয়, পরিচালনা, নাটক-সব কিছু সম্পর্কে আগে ভালো করে পড়াশোনা করতে হবে। তারপর বাবার সঙ্গে কাজের কথা ভাবতে হবে।
আমির কন্যা বলেন,‘ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িত কোনও মানুষের সঙ্গে কাজ করার মধ্যে একটু জটিলতা থেকেই যায়। শুধু আমার বাবার কথা বলছি না। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। বাবার সঙ্গে কাজ করার আগে নিজের আত্মবিশ্বাস আরও খানিকটা পোক্ত করে নিতে চাই। বাবা অনেক পড়াশোনা করেন।’
সাক্ষাৎকারে ইরা আরও জানান, তিনি বাবার থেকে অদ্ভুত একটা স্বভাব পেয়েছেন। একবার আমাদের কোনও কাজ বা দায়িত্ব দেওয়া হলে তাতেই ফোকাসড থাকি। সবকিছু ভুলে তখন কাজের দিকে মনোযোগ দেই। ঠিক যেমন এখন আমি গত কয়েক মাস ধরে শুধু নাটকটি নিয়েই ভাবনা চিন্তা করে যাচ্ছি।সূত্র: এইসময়