পুরস্কারপ্রাপ্ত অভিনেতা কালা আজিজ আর নেই



বিনোদন প্রতিবেদক :

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা কালা আজিজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত ১০টায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে কালা আজিজ ভাই ডায়াবেটিস ও কিডনি জনিত রোগে ভুগছিলেন।

আজিজ কয়েক শ বাংলা চলচ্চিত্রে ভিলেনের সহযোগী হিসেবে অভিনয় করেছেন। কয়েক দশক ধরে তিনি অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। বিশেষ করে ডিপজল, মিশা সওদাগর, মিজু আহমেদের সঙ্গে চলচ্চিত্রে কাজ করেন তিনি।

শেয়ার করুন!