
সিএনবাংলাদেশ অনলাইন :
দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গের ফোর্ডসবার্গ শহরে লিংকন নামে এক বাংলাদেশি ব্যবসায়ী সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন।
শনিবার (২৩ নভেম্বর) বিকাল ৩.৩০মিনিটের দিকে লিংকনের সেল ফোন দোকানে একদল সশস্ত্র সন্ত্রাসী ঢুকে তাকে গুলি করে। আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
বর্তমানে তার মরদেহ মেফেয়ারের গার্ডেন সিটি হাসপাতালে রাখা হয়েছে। নিহত লিংকনের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগে।