এসএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা না পাওয়ায় ছাত্রের আত্মহত্যা



নিজস্ব প্রতিনিধি :

এসএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা না পাওয়ায় অভিমান করে গলায় ফাঁস দিয়ে এক ছাত্র আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটে গতকাল রবিবার (১০নভেম্বর) দুপুরে মাদারীপুর কালকিনি নবগ্রামে। ওই ছাত্র হল সদানন্দ মল্লিকের ছেলে নারায়ণ মল্লিক (১৫)। সে উপজেলার নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী।

জানা গেছে, নারায়ণ মল্লিক এসএসসি পরীক্ষা দেয়ার জন্য তার পরিবারের নিকট ফরম পূরণের জন্য টাকা চায়। কিন্তু তার পরিবার দরিদ্র হওয়ায় সেই টাকা দিতে অপারগতা প্রকাশ করে। একপর্য্যায় পরিবারের লোকদের সাথে নারায়ণের বাক-বিতন্ডা হয়। সেই অভিমান সহ্য করতে না পেরে রবিবার দুপুরে তার নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। পরে এ ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে ডাসা থানার ওসি (তদন্ত) মোঃ নাসির উদ্দিন বলেন, ফরম পূরণের টাকা না পেয়ে পরিবারের উপর অভিমান করে আত্মহত্যার পথ বেচে নেয় নারায়ণ।

শেয়ার করুন!