
যশোর প্রতিনিধি :
ফাইল ছবি। বেনাপোল কাস্টম হাউজে নিয়োগ পরীক্ষার সুষ্ঠু পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে পরীক্ষার্থীদের মাঝে বিতর্ক ওঠায় অবশেষে ২৯ নভেম্বরের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
গতকাল সকালে বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী পরীক্ষা স্থগিতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ডেপুটি কমিশনার ও বিভাগীয় নির্বাচন কমিটির সদস্য সচিব এসএম শামিমুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ২৯ নভেম্বরের কাস্টম হাউজ বেনাপোলের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদে লোকবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। কাস্টমসের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ বিষয়ে বেনাপোল কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার ও নিয়োগ প্রক্রিয়া কমিটির সভাপতি ড. নেয়ামুল ইসলামের সঙ্গে কথা বলতে চাইলে তিনি রাজি হননি।