কমিশনের অনুমোদন ছাড়াই দাম বাড়ল ভোজ্যতেলের!



সিএনবাংলাদেশ অনলাইন :

ভোজ্যতেলের মতো অত্যাবশ্যকীয় পণ্যের দাম বাড়াতে চাইলে প্রথমে ট্যারিফ কমিশনে আবেদন করতে হয়। কমিশনের অনুমোদন দিলেই কেবল দাম বাড়ানো যায়। যদিও ট্যারিফ কমিশনের অনুমোদনের আগেই ভোজ্যতেলের দাম দুই দফায় বাড়িয়েছে কোম্পানিগুলো। বোতলজাত ভোজ্যতেলের দাম গত সপ্তাহে লিটারপ্রতি ৪ টাকা বৃদ্ধির পর এ সপ্তাহে আরো ১ টাকা বাড়ানো হয়েছে। সব মিলিয়ে বোতলজাত ভোজ্যতেলের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়িয়েছে কোম্পানিগুলো।

খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, রূপচাঁদাসহ কয়েকটি ব্র্যান্ড গত সপ্তাহেই লিটারপ্রতি ভোজ্যতেলের দাম ৪ টাকা বাড়িয়ে দেয়। এরপর চলতি সপ্তাহে লিটারপ্রতি দাম আরো ১ টাকা বাড়িয়ে খুচরা দোকানিদের কাছে বিক্রি করছে ডিলাররা। আগামী সপ্তাহে দাম আরো বাড়বে বলেও ঘোষণা দিচ্ছেন বিক্রয় প্রতিনিধিরা। রূপচাঁদার মতো অন্যান্য প্রতিষ্ঠানের বোতলজাত ভোজ্যতেলের দামও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেল, বিশেষ করে সয়াবিন তেলের বুকিং দর কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে। এ যুক্তিতে বোতলজাত ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির আবেদন করেছে কোম্পানিগুলো।

বিশ্ববাজারে ফিউচার মার্কেটে সয়াবিনের দাম কিছুটা বাড়তির দিকে রয়েছে। বারচার্ট ডটকমের তথ্য অনুযায়ী, আগামী জানুয়ারিতে সরবরাহযোগ্য প্রতি টন অপরিশোধিত সয়াবিন তেলের বুকিং দর ৮৯৫ ডলার, মার্চে ৯১০, মে মাসে ৯২৪, জুলাইয়ে ৯৩৬, আগস্টে ৯৩৯ ডলার। তবে দেশে সরবরাহযোগ্য ভোজ্যতেল আগের কম দামে আমদানি করা হলেও ফিউচার মার্কেটের বাড়তি বুকিং দরের কারণে স্থানীয় বাজারেও দাম বাড়িয়ে দিয়েছে কোম্পানিগুলো।

ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. নূর-উর-রহমান গণমাধ্যমকে বলেন, নিয়ম অনুযায়ী অত্যাবশ্যকীয় ভোগ্যপণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো পণ্যের দাম বাড়াতে চাইলে ট্যারিফ কমিশনে আবেদন করতে হয়। এরপর এ নিয়ে তাদের সঙ্গে বৈঠকে বসা হয়। সেখানে প্রাপ্ত বিভিন্ন তথ্য-উপাত্ত বিচার-বিশ্লেষণ করে দাম বাড়ানোর যৌক্তিকতা প্রমাণ করতে হয়। কোম্পানিগুলোর দাবি গ্রহণযোগ্য হলে কী পরিমাণ দাম বাড়ানো হবে, সে বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা প্রতিবেদন দিলেই দাম বাড়ানোর সুযোগ থাকে। চলতি সপ্তাহেই ভোজ্যতেল মোড়কজাতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এ নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।

দেশে ভোজ্যতেল মোড়কজাতকারী প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে রয়েছে সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, বাংলাদেশ এডিবল অয়েল, টিকে গ্রুপ, এস আলম গ্রুপসহ বেশ কয়েকটি পরিশোধনকারী ও আমদানিকারক প্রতিষ্ঠান। এর মধ্যে কয়েকটি কোম্পানি বোতলজাত ভোজ্যতেলের দাম বাড়িয়ে দিয়েছে।

চট্টগ্রামের একাধিক পাইকারি ও খুচরা বিক্রেতা জানান, কিছুদিন আগেও খুচরা বিক্রেতারা পাইকারিতে রূপচাঁদা ব্র্যান্ডের সয়াবিন তেলের পাঁচ লিটারের বোতল কিনেছিলেন ৪৫৫ টাকায়। সেখান থেকে লিটারপ্রতি ৪ টাকা দাম বাড়ার পর এ খুচরা বিক্রেতাদের পাঁচ লিটার বোতলের সয়াবিন তেল কিনতে হয়েছে ৪৭৫ টাকায়। এরপর লিটারপ্রতি আরো ১ টাকা বাড়ায় এখন তারা কিনছেন ৪৮০ টাকায়। একইভাবে তাদের বর্তমানে পাইকারিতে এক ও দুই লিটারের বোতলের সয়াবিন তেল কিনতে হচ্ছে যথাক্রমে ১০২ ও ২০২ টাকায়। অন্যদিকে খুচরা বিক্রেতারা পাইকারিতে এক ও তিন লিটারের পলিব্যাগে বিক্রীত সয়াবিন তেল কিনছেন যথাক্রমে ৯১ ও ২৯৫ টাকায়।

জানা গেছে, ডিলার প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে মূল্যবৃদ্ধির আগাম তথ্য পেয়ে আগেই কম দামে বেশি সয়াবিন তেল কিনে বাড়তি মুনাফা করতে চাইছেন খুচরা বিক্রেতারা। এরই মধ্যে ডিলার পর্যায় থেকে চেকের মাধ্যমে অনেক খুচরা ব্যবসায়ী বাড়তি পরিমাণে ভোজ্যতেলটি কিনে নিচ্ছেন।

শেয়ার করুন!