
নিজস্ব প্রতিবেদক :
ছবি-সিএনবাংলাদেশ।। সিলেটের জৈন্তাপুরে সিলিন্ডার বিস্ফোরনে রেদওয়ান নামের এক যুবক নিহত ও আহত হয়েছেন আরো ১০জন। ঘটনাটি ঘটে উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া বাজারে মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে আলাল মিয়ার মালিকানাধিন একটি গ্যারেজে । নিহত ব্যক্তি হলেন, ২নং লক্ষীপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার রাতে আলাল মিয়ার গ্যারেজে রক্ষিত থাকা প্রোবক্স কার গাড়িতে হঠাৎ করে আগুন ধরে চারদিকে ছড়িয়ে পড়ে। একপর্য্যায় দ্রুত আগুন গ্যাস সিলিন্ডারে চলে গেলে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এসময় জীবণের ঝুকি নিয়ে আগুন নিভানোর চেষ্টা চালায় রেদওয়ানসহ ১০/১২জন লোক। তখন আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায় রেদওয়ান। এ ঘটনায় অন্তত আরো ১০জন লোক আহত হন। তবে ঈসমাইল নামের আরেক ব্যক্তিকে আশংন্কা জনক অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন স্থানীয়রা। অন্যান্য আহতদের জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিখভাবে তাদের পরিচয় জানা যায়নি।
পরে এঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে ফিরিয়ে আনে।