সৌদিতে সড়ক দুর্ঘটনায় ফেঞ্চুগঞ্জের আহাদ নিহত




প্রবাস ডেস্ক :

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের ফেঞ্চুগঞ্জের ইলাশপুর গ্রামের নুরুল ইসলাম আহাদ (৪০) মারা গেছেন। শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় দেশটির মোজায়লিফ নামক স্থানে এ দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

দুই ছেলে-মেয়ের বাবা নিহত আহাদ ইলাশপুর গ্রামের নিমার মিয়ার দ্বিতীয় ছেলে। তিনি ১০ ভাই-বোনের মধ্যে তৃতীয় ছিলেন।

নিহতের বড় ভাই নুরুল হক জানান, সৌদিতে অবস্থানরত চাচাতো ভাই সুইন আহমদ রাত ১১টার দিকে তার মৃত্যুর খবর দেন তাদের। তার ভাই সৌদিতে পার্টনারশিপে একটি রেস্তোরাঁর মালিক ছিলেন।

নুরুল হক আরও জানান, গত ২০ বছর ধরে তার ভাই সৌদি প্রবাসী। এক বছর আগে তিনি দেশে ছুটি কাটিয়ে সৌদিতে গিয়ে কাজে যোগ দেন। আহাদের মরদেহ দেশে আনার জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে।

এদিকে, আহাদের মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাড়িতে স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।

শেয়ার করুন!