বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে : এম এ মান্নান



দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের দিরাইয়ে বিবিয়ানা মডেল ডিগ্রী কলেজ আয়োজিত এক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য পরিচালনায় দেশ বদলে যাচ্ছে। সমগ্রদেশ জুরে উন্নয়নের কাজ চলছে । সরকার হাওরাঞ্চলের নারী-পুরুষ কে প্রশিক্ষণ দিতে ইতিমধ্যে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে।

শুক্রবার বেলা ৩ টায় দিরাই বিবিয়ানা মডেল ডিগ্রি কলেজের মাঠে অনুষ্ঠিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান আর বলেন প্রধানমন্ত্রী পরিশ্রমী, শ্রমজীবি ও খেটে খাওয়া মানুষের কথা ভাবেন, তাদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছেন। উনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশকে একটি আধুনিক সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করতে প্রয়োজন ঐক্যের ও পরিশ্রমের।

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-২ আসনের সাংসদ ড. জয়া সেনগুপ্তা এমপি

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফি উল্লাহ এর সভাপতিত্বে এবং প্রভাষক মাসুফা তাসনীম মুর্শেদা ও মোঃ মিলন মিয়ার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার এমপি।

এরআগে স্বাগত বক্তব্যে বিবিয়ানা মডেল ডিগ্রী কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাস, কলেজকে জাতীয়করণ, নিরাপত্তা দেয়াল নির্মাণ,একাডেমিক ভবন নির্মাণ, নদীভাঙ্গন থেকে রক্ষা ও কলেজে শিক্ষার্থীদের যাতায়তের সুবিধার্থে বিভিন্ন রাস্তা নির্মাণের দাবী তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও অন্যান্য অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য পবিত্র মোহন দাস, শিক্ষক শিক্ষার্থী ও কলেজ পরিচালনা পরিষদের সদস্যরা।

শেয়ার করুন!