
সিএনবাংলাদেশ ডেস্ক :
সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার শুক্রবার সকালে সৌদি আরবের সীমান্ত এলাকায় গুলি করে নামানো হয় বলে দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এই ঘটনায় হেলিকপ্টারের দুই পাইলট নিহত হয়েছেন বলে জানা যায়।
হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারেয়া টুইটার পোস্টে বলেন, ‘ওই সৌদি অ্যাপাচি হেলিকপ্টারটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ভূপাতিত করা হয়েছে। মাটিতে পড়ার পরপরই এতে আগুন ধরে যায়। এতে এর দুই পাইলট নিহত হয়েছেন। গোটা হেলিকপ্টারটি ভস্মীভূত হয়েছে।’
তাৎক্ষণিকভাবে এ ঘটনার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। কেননা এ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি সৌদি নেতৃত্বাধীন জোট। এই সামরিক জোটটি দীর্ঘ ৪ বছরেরও বেশি সময় ধরে ইয়ামেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।
সূত্র: রয়টার্স