
সিএনবাংলাদেশ ডেস্ক :
ছবি-সংগৃহীত । বুরকিনা ফাসোর হানতোউকৌরা শহরের এক গির্জায় হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছে। আহত আরো অনেকে। দেশটির প্রেসিডেন্ট রবিবার এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরার।
প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোর এই হামলাকে ‘বর্বর হামলা’ উল্লেখ করে টুইটার বার্তায় নিন্দা জানিয়েছেন। এছাড়া তিনি হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
দেশটির সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, বন্দুকধারীদের পরিচয় এখনো জানা যায়নি। নিরাপত্তা বাহিনী তল্লাশি চালাচ্ছে।
খবরে বলা হয়েছে, নাইজার সীমান্তের কাছে হানতোউকৌরা শহরের যে গ্রামে হামলার ঘটনা ঘটেছে সেখানে প্রায়ই আল-কায়েদা ও আইএসআইএল’র সমর্থিত বাহিনী হামলা চালায়।