
ফাইল ছবি।
ক্রীড়া ডেস্ক :
বাঁ-হাতি পেস অলরাউন্ডার অর্জুন টেন্ডুলকার আইপিএল নিলামের আগে দল পাওয়ার দৌড়ে নিজের নামটা জোরালো করলেন। করোনা পরবর্তী শিল্ড ক্রিকেট টুর্নামেন্টে তিনি খেলেছেন ৩১ বলে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস। এর মধ্যে এক ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়েছেন শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন।
শুধু ব্যাট হাতে নয় বল হাতেও দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন অর্জুন। ৪১ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। আইপিএল নিলামের আগে তার এই পারফরম্যান্স নিশ্চয় দলগুলোর নজরে আসবে।
আগামী ১৮ ফেব্রুয়ারি আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। এবারের আইপিএলের চূড়ান্ত ড্রাফটে আছেন ২৯২ জন ক্রিকেটার। তাদের একজন অর্জুন টেন্ডুলকার। সর্বনিম্ন ভিত্তি মূল্য ২০ লাখ রুপির ক্যাটাগরিতে আছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করা এই তরুণ এবার দল পেতে পারেন আইপিএলে।
অর্জুন টেন্ডুলকার যে ম্যাচ খেলে আলোচনায় সেই ম্যাচটা তার দল মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন জিতেছে। শুরুতে ব্যাটিং করে ৪৫ ওভারে অর্জুনদের দল তোলে ৩৮৫ রান। জবাবে নেমে মাত্র ১৯১ রানে অলআউট হয়ে যায় ইসলাম জিমখানা।