
স্টাফ রির্পোটার, সিলেট :
সিলেট সদর উপজেলা চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ বলেছেন, খেলাধুলা মাদকমুক্ত সমাজ গড়তে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তাই উন্নত জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।
তিনি আরো বলেন, খেলাধুলা মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম। এই এলাকার সকল শ্রেণী-পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ দিতে হবে। তবেই আগামী দিনে আমরা সুস্থ ও মেধাসম্পন্ন জাতি উপহার পাব।
বৃহত্তর শাহী ঈদগাহ যুব সমাজের উদ্যোগে মোস্তাক আহমদ নাইট ফুটসাল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক ফুটবলার মো. আব্দুল আহাদের সভাপতিত্বে ও তারেক হাসান সোহাগের পরিচালনায় বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, কাউন্সিলর এসএম শওকত আমিন তৌহিদ, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম এহিয়া, এড. শামসুল ইসলাম, আমির হোসেন, আব্দুল গাফফার, রুবেল আহমদ নান্নু, জাকারিয়া চৌধুরী শিপলুসহ আরও অনেকে।