
বিনোদন ডেস্ক :
বড় পরিচালকরা আমার সঙ্গে প্রযোজনার কাজ করতে চায়, কিন্তু তাঁরা তাঁদের সিনেমায় নিতে চান না। তাই আমি নতুন নতুন পরিচালকদের সঙ্গে কাজ করি। অকপট জবাব অক্ষয় কুমারের।
ইন্ডাস্ট্রিতে নতুন পরিচালকদের সঙ্গে কাজ করার এটাই গোপন তথ্য। সাংবাদিকদের চোখা চোখা প্রশ্নে সপাটে জবাব দেন তিনি। তিনি আরও জানিয়েছেন, ‘যখন বড় বড় মানুষরা আপনাকে তাঁদের সিনেমায় নেবে না, তখন আপমাকে নতুন করে নিজের জার্নিটা শুরু করতে হবে। যদি আপনি বড় পাবলিকেশনে চাকরি না পান, তখন ছোট ছোট সংস্থাগুলিতে যান, সেখান থেকে লম্বা লম্বা লাফ দিন। বাড়িতে বসে থাকতে হবে না। আমি এত সক্ষম হওয়া সত্ত্বেও লোকেরা কেন আমাকে (তাঁদের ছবিতে) নেয় না?’
বলিউডে খানদের দাপটই বেশি, এ কথা মানতে নারাজ। তাঁর কথায়, বড় পরিচালকরা শুধু খানেদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক তা কিন্তু নয়। তাঁরা চায় সঠিক অভিনেতাই তাঁদের সঙ্গে কাজ করুক। ‘এখানে কাপুর রয়েছে, অন্যান্যরাও রয়েছেন। আমি ডিজার্ভ করি না, তাই আমি অন্য পথে নিজের পথ দেখেছি।’
করণ জোহর, আদিত্য চোপড়ার নাম উল্লেখ করেই আক্ষয় কুমার সাংবাদিকদের সামনে মুখ খোলেন এদিন। সাম্প্রতিক ছবি গুড নিউজ ছবিটি তাঁর ২১তম নয়া পরিচালকের সঙ্গে কাজ। উঠতি পরিচালকদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এখনও পর্যন্ত তাঁরই রয়েছে।
তিনিওও মানেন যে, ‘ইন্ডাস্ট্রিতে উঠতি পরিচালকদের সঙ্গে কাজ করার অন্য অর্থও রয়েছে। নয়া স্ক্রিপ্ট ও নতুন পরিচালক, উভয়ই মৃত্যুর সমান। তাঁরা এটা জানে যে সিনেমা না চললে তারপর তাঁরা আর এই ইন্ডাস্ট্রিতে টিকতে পারবেন না। অনেক উঠতি পরিচালক এখানে রয়েছেন, যাঁরা এখানকার অভিজ্ঞ পরিচালকদের মতোই কাজ করেন।’
সূত্র: এই সময়