শ্রীমঙ্গলে অস্ত্রসহ ৪ যুবক আটক



শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :

মৌলভীবাজারেরর শ্রীমঙ্গলে আগ্নেয়াস্ত্র সহ ৪ যুবককে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ । মঙ্গলবার (৪ডিসেম্বর) শ্রীমঙ্গল থানা পুলিশের প্রেস বিগজ্ঞপ্তিতে জানা যায়, সোমবার রাতে শহরতলীর উত্তর উত্তরসুর এলাকার হোটেল প্রর্যটন নিবাসের অফিস কক্ষে পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালয়। এসময় এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে অংশ নেয় ।সেখান থেকে একটি রিভলবারও একটি খেলনা পিস্তলসহ ৪ যুবককে আটক করে।

আটককৃত যুবকরা হলে,দক্ষিন উত্তরসুর এলাকার শফিকুর রহমানের ছাদিকুর রহমান (২০),মৌলভীবাজার জেলার উলুয়াইল এলাকার ছানাউর আলমের পুত্র সালেহ আহমেদ (২১),জেলার বিরাইমাবাদ এলাকার আবু তাহেরের পুত্র ছয়ফুল মিয়া (২০),ও শ্রীমঙ্গলের উত্তর উত্তর উত্তুসুর এলাকার আব্দুল ছাত্তারের পুত্র জুয়েল আহমদ (২৪) কে আটক করা হয়। আটককৃতদের আসামী করে শ্রীমঙ্গল থানায় একটি অস্ত্র মামলা দায়ের করে পুলিশ ।

শেয়ার করুন!