
এম মুসলিম চৌধুরী, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধি:
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে। আজ (৪ডিসেম্বর) বুধবার সন্ধ্যা ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সুত্র জানায়, আজকের তাপমাত্রা ১১ দশমিক ৪ সেলসিয়াস রেকর্ড হয়েছে। রাত বাড়ার সাথে সাথে শীতের প্রক্ষোভ বাড়বে। চলতি শীত মৌসুমে সর্বনিম্ন ৭ সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। হঠাৎ ঠান্ডা বেড়ে যাওয়ায় জনজীবনেও দেখা দিয়েছে স্থবিরতা। রাত ৮টার পর থেকেই শহর এলাকায় মানুষের কোলাহল কমতে শুরু করে।