সিলেটে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত



স্টাফ রির্পোটার :

‘অভিগম্য আগামীর পথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সিলেটে ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস (আইডিপিডব্লিউডি) ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সিলেটের জেলা প্রশাসন,জেলা সমাজসেবা কার্যালয়, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে সিলেটে কর্মরত বেসরকারী সংগঠনসমুহের যৌথ আয়োজনে সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়। পরে সকাল সাড়ে ৯টায় এক আলোচনা সভা এবং সকাল ১১টায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিলেটের বিভাগীয় কমিশনার(অতিরিক্ত সচিব)মো.মোস্তাফিজুর রহমান পিএএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সন্দীপ কুমার সিংহ,সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, কলামিস্ট সাংবাদিক আফতাব চৌধুরী।

প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার মো.মোস্তাফিজুর রহমান বলেন,অভিগম্যতা প্রতিবন্ধীদের অধিকার। তাদের অধিকার সুরক্ষায় সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠানসহ সকল নাগরিককে দায়িত্বশীল ও আন্তরিক হতে হবে। দৃষ্টি ভঙ্গির পরিবর্তন করতে হবে।বিমান ট্রেন,লঞ্চসহ প্রতিটি যানবাহনে আসন সংরক্ষণ,সরকারী দফতর এবং ভবনে প্রতিবন্ধীদের জন্য র‌্যামসহ অন্যান্য সুযোগ সুবিধা সংরক্ষিত থাকতে হবে। প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিত মানুষের অধিকার সুরক্ষায় সম্মিলিত প্রচেষ্টা চালতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের ভাল বাসেন। কাউকে পেছনে রেখে নয়,সবাইকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান প্রতিবন্ধী বান্ধব সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়নেও কাজ করছে।

সমাজসেবা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রভাষক সানজিদা সুলতানা,সামাজিক প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সহ ব্যবস্থাপক লুৎফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন-সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ। বক্তব্য রাখেন-রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান শামসু,গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বায়েজিদ খান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আসলাম উদ্দিন, সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ আব্দুর রফিক,সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন, প্রবেশন অফিসার তমির হোসেন চৌধুরী, দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার হাজী এম আহমদ আলী, বাসস এর সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ, সিলেট শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ রফিকুল হক, বালাগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক, শিশু পরিবারের উপ তত্তাবধায়ক জাহানারা বেগম, প্রতিবন্ধী নাগরিক পরিষদ সিলেট এর সাধারণ সম্পাদক মাসুম আহমদ চৌধুরী, সুরমা অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দেওয়ান সালামত রাজা চৌধুরী, সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরিন,স্কুল অব গিফটেড চিলড্রেন সিলেট এর অধ্যক্ষ শামীমা নাছরিন প্রমুখ।

অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার মো.মোস্তাফিজুর রহমানের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধীদের পড়ার জন্য ১৩টি ডিজিটাল ডিভাইস প্রদান করা হয় এবং সিলেট প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ৫টি হুইল চেয়ার, ১টি ট্রাই সাইকেল, ১টি হেয়ারিং এইড বিতরণ করা হয়। সব শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিভাবান প্রতিবন্ধী শিল্পীদের পরিবেশনায় মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন-সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা অফিসার মো.খলিলুর রহমান,পবিত্র গীতা পাঠ করেন সিলেট ইনক্লুসিভ স্কুল এন্ড কলেজের শিক্ষক সজিব চৌধুরী। প্রস-বিজ্ঞপ্তি

শেয়ার করুন!