সিলেটে পুলিশ অ্যাসল্ট মামলায় বিএনপির ২৯ নেতাকর্মী জামিন লাভ



স্টাফ রির্পোটার, সিলেট থেকে :

সিলেটে পুলিশ অ্যাসল্ট মামলায় বিএনপির ২৯ নেতাকর্মী জামিন লাভ করেছেন । আজ মঙ্গলবার দুপুরে মহামান্য হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চে জামিন আবেদন করলে আদালতের বিচারক দীর্ঘ শুনানি শেষে তাদের ৪ সপ্তাহের জন্য জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তরা হলেন- সিলেট জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল বাহার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাউল কবির মিফতা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন রায়হান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ, জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মতিউল বারী খোরশেদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমিনুল হক বেলাল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল হক চৌধুরী, এমসি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক বদরুল আজাদ রানা, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালিক মিল্টন, মোস্তফা কামাল ফরহাদ, ছাত্রদলের সদস্য শাহজাহান চৌধুরী মাহি, শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক লাহিন চৌধুরী, জেলা ছাত্রদলের সহ সভাপতি রুজেল আহমদ, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা মামুন, যুবদল নেতা কুহিনুর আহমদ, মহানগর বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক খালেদুর রশীদ ঝলক, এমসি কলেজ ছাত্রদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সহ সম্পাদক এম. রাসেল আহমদ, শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শহীদুল কবির কাদির, যুবদল নেতা মোবারক হোসেন ফাত্তাহ, যুবদল নেতা ফয়জুর রহমান পীর, মহানগর বিএনপি নেতা আব্দুস সামাদ, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি তছির আলী, যুবদল নেতা দেলোয়ার হোসেন দিলু, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম আজিজ, মদন মোহন কলেজ ছাত্রদল নেতা আফজল হোসেন ও ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল হান্নান।

বিএনপি নেতাদের পক্ষে আদালতে এ জামিন শুনানি করেন এডভোকেট কামরুজ্জামান সোহেল।

প্রসঙ্গত, গত শনিবার সিলেট জেলা ও মহানগর যুবদলের আহবায়ক কমিটি বাতিলের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। মিছিলে পুলিশ লাঠিচার্জ করে। পরে ওইদিন রাতে বিএনপির ৩০ নেতাকর্মীর নামোল্লে্খ করে এবং অজ্ঞাত ৭০-৮০ জনের বিরুদ্ধে মামলা করে এসএমপি সদর কোতোয়ালি থানা পুলিশ ।

শেয়ার করুন!