টেস্টে প্রতিটি সেশন গুরুত্বপূর্ণ: মিঠুন



স্পোর্টস প্রতিবেদক :

টেস্টে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত। কিছুদিন আগেই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে তারা। সেই ভারতের বিপক্ষে ১৪ই নভেম্বর ইন্দোরে প্রথম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। বিরাট কোহলির দলের বিপক্ষে ভালো ফল পেতে কী করতে হবে, কীভাবে খেলতে হবে? আজ (মঙ্গলবার) সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন মোহাম্মদ মিঠুন।

মিঠুন বলেন, ‘এটা টি-টোয়েন্টি নয় যে নামার সঙ্গে সঙ্গেই জয়ের চিন্তা করবো। প্রতিটি সেশন গুরুত্বপূর্ণ। ম্যাচের প্রথম দিন দুই ঘন্টা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পঞ্চম দিনের শেষ দুই ঘন্টাও গুরুত্বপূর্ণ। তাই যত বেশি সেশন জিততে পারবো, আমাদের ততোবেশি ম্যাচ জয়ের সম্ভাবনা থাকবে।’

ভারতের মাটিতে নিজেদের পারফরম্যান্সটাকেই বড় করে দেখছেন মিঠুন। তিনি বলেন, ‘তাদের দুর্বলতা খোঁজার চেয়ে নিজেদের শত্তিমত্তাতে বেশি মনোযোগ দিচ্ছি আমরা।
ভারতের মাটিতে পৃথিবীর কোনো দলই সুবিধা করতে পারেনি। এখানে কীভাবে ভালো ক্রিকেট খেলা যায় সেটাই চেষ্টা করছি। ওদের দুর্বলতা খুঁজতে গেলে নিজেদের পরিকল্পনা থেকে সরে যাবো আমরা।’
ভারতের বিপক্ষে বাংলাদেশের ভালো করার অনুপ্রেরণা টি-টোয়েন্টি সিরিজ। দারুণ লড়াই করে তিন ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে টাইগাররা। দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ২২শে নভেম্বর কলকাতায়।

শেয়ার করুন!