ঝিনাইদহে এমপির পিএসসহ দু’জনকে কুপিয়েছে দুর্বৃত্তরা



নিজস্ব প্রতিবেদক :

সরকার দলীয় ঝিনাইদহ-২ আসনের এমপির পিএসসহ দু’জনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত আনুমানিক দশটার দিকে ঝিনাইদহ শহরের ভাষানী সড়কে। পরে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে প্রেরণ করেন।

আহতরা হলেন, জেলার হরিণাকুন্ডু উপজেলার ভাদড়া গ্রামের আব্দুল জলিল মন্ডলের ছেলে ও এমপির পিএস কামাল হোসেন এবং একই উপজেলার ভাদড়া গ্রামের শাহজামালের ছেলে পলাশ হোসেন। তবে কামাল হোসেন ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে ।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন জানান, অন্যান্য দিনের মতো কামাল হোসেন তার অফিসের কাজ শেষে অপর সঙ্গি পলাশকে নিয়ে শহরের মাওলানা ভাষানী সড়ক হয়ে বাসায় ফিরছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত যুবক তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তবে কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত পুলিশ এখনও নিশ্চিত করতে পারেনি।

শেয়ার করুন!