
খেলা ডেস্ক/
চতুর্থবারের মতো অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন স্টিভেন স্মিথ। বিতর্ক আর খারাপ সময় কাটিয়ে তার ব্যাটে এখন রানের ফোয়ারা। তাই তার হাতেই উঠল অ্যালান বোর্ডার পদক। মেয়েদের ক্রিকেটে বর্ষসেরা হয়েছেন বেথ মুনি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো নারী ক্রিকেটের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড পেলেন অস্ট্রেলিয়ার নারী দলের এই উইকেটকিপার-ব্যাটার।
আজ সোমবার সিডনিতে জমকালো ‘অ্যাওয়ার্ড নাইট’ অনুষ্ঠানে স্মিথদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে ২০১৫, ২০১৮ ও ২০২১ সালে বর্ষসেরা হয়েছিলেন স্মিথ। অস্ট্রেলিয়ার সাবেক দুই অধিনায়ক রিকি পন্টিং ও মাইকেল ক্লার্কের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে তিনি চারবার এই পুরস্কার পেলেন। এখন পর্যন্ত চারবারের বেশি কোনো ক্রিকেটার এই পদক পাননি।
গত এক বছরে পুরস্কারের জন্য বিবেচিত সময়ে তিন সংস্করণ মিলিয়ে ৫৫.২৫ গড়ে ১৫৪৭ রান করেছেন স্মিথ। ৯টি ফিফটির সঙ্গে করেছেন তিনটি সেঞ্চুরি। যার মাঝে একটি ডাবল সেঞ্চুরিও আছে। ছেলেদের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন উসমান খাজা, বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ডেভিড ওয়ার্নার আর টি-টোয়েন্টির সেরা মার্কাস স্টয়নিস।
অন্যদিকে বর্ষসেরা নারী ক্রিকেটার বেথ মুনি বিবেচিত সময়ে তিন সংস্করণ মিলিয়ে ৬৯.৩১ গড়ে ১১০৯ রান করেছেন। এক সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৯টি ফিফটি। ছেলেদের ক্রিকেটে ‘ব্র্যাডম্যান ইয়াং ক্রিকেটার’ নির্বাচিত হয়েছেন ২৪ বছর বয়সী পেসার ল্যান্স মরিস।