
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর উপজেলার হিজড়া জনগোষ্ঠীদের জন্য নব-নির্মিত কহরপাড়ায় অবস্থিত “উত্তরণ গুচ্ছগ্রাম” এর শুভ উদ্বোধন করা হয়েছে। এসময় ২০ জন হিজড়া জনগোষ্ঠীকে ঘর হস্তান্তর করা হয় ঘর পেয়ে তারা প্রধানমন্ত্রী ও ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়েছেন ।
বুধবার (১৩ নভেম্বর) সকার ১১ টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়ায় হিজড়া জনগোষ্ঠীদের জন্য নির্মিত “উত্তরণ গুচ্ছগ্রামের ” উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
এসময় ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম উপস্থিত থেকে হিজরা জনগোষ্ঠীদের জন্য নির্মিত উত্তরণ গুচ্ছগ্রামের বরাদ্রকৃত ২০ টি ঘর হস্তান্তর করেন এবং সরকার প্রদত্ত এক কার্টুন করে শুকনা খাবার প্রদান করেন।
উত্তরণ গুচ্ছগ্রাম উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী ভুমি অফিাসার বহ্নি শিখা আশা, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলি, ১৬ নং নারগুন ইউনিয়নের চেয়ারম্যান পয়গাম আলি প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, আমাদের দেশকে উন্নতশীল করতে হলে একজন মানুষকেও পিছিয়ে পরতে দেয়া যাবেনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিানর নির্দেশনায় পিছিয়ে পরা মানুষদেরকে উন্নয়নের স্রোতোধারায় সম্পৃক্ত করতে চাই, তাদের রাষ্ট্র প্রদত্ত সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে চাই। তারই অংশ হিসেবে আজ তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মাঝে ঘর বিতরনের ব্যবস্থা সম্পন্ন করেছি।
এসময় ঘর পেয় হিজড়া জনগোষ্ঠীদের মুখে আনন্দের ছোয়া ফুটে ওঠে এবং তারা প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়েছেন। এসময় নাদিরা খানম নামে এক হিজরা বলেন, আমরা সরকারের কাছ থেকে বাসস্থান পেয়েছি এটা আমাদের জন্য একটি বিসাল পাওয়া, আমরাও অন্যদের মতো কর্ম করে খেতে চাই, বাচতে চাই অন্যদের থেকে কালেকশন করে চলতে আমাদেরও খারাপ লাগে ।