
জুয়েল চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি/
হবিগঞ্জ জেলা জুড়ে দানবরূপি ট্রাক্টর ও ট্রলিসহ অবৈধ যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করছে। যার ফলে প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা। পাশাপাশি রাস্তা ঘাট ভেঙ্গে খানাখন্দে পরিণত হয়েছে। শুধু তাই নয়, এসব ট্রাক্টর ও ট্রলির বিকট শব্দে হৃদরোগের রোগী ও শিশুরা ঘুমাতে পারছেন না। ছোটখাটে যানবাহনের সাথে দুর্ঘটনার ফলে নিহত হচ্ছেন পথচারী ও যাত্রীরা। অভিযোগ রয়েছে অসাধু কিছু ট্রাফিক পুলিশকে ম্যানেজ করে এসব অবৈধ যানবাহন চলাচল করছে। বিনিময়ে মাসিক টোকেনের মাধ্যমে কমিশন দিয়ে যাচ্ছে।
গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের শুকড়ি ব্রিজ এলাকায় লাইট বিহীন ট্রাক্টরের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই সহোদর নিহত হয়।
নিহতরা হল, ছিলাপাঞ্জা গ্রামের মৃত কালাই উল্লার পুত্র মইন উদ্দিন (৬০), তার ভাই তাজ উদ্দিন (৩৫)। এ সময় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। অপর আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, তারা তাদের আত্মীয়ের জানাজার নামাজ পড়ে বাড়ি ফিরছিলো। দূর্ঘটনার পর ওই এলাকায় ঘণ্টাখানেক যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ওসি অজয় চন্দ্র দেব জানান, লাশ দুইটি সদর হাসপাতালে গিয়ে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।