এক বিষয়ে নম্বর কম পাওয়ায় ছাত্রীর আত্মহত্যা



সিএনবাংলাদেশ ডেস্ক :

ফাতিমা লতিফ বরাবরই ক্লাসের সেরা। ভারতের আইআইটি চতুর্থ বর্ষের ছাত্রী তিনি। জীবনে কখনো নাকি দ্বিতীয় হননি। ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে এসেও সেই ধারা বজায় রেখেছিলেন। কিন্তু সেটাই বোধহয় কাল হলো তার।

ক্লাসের সেরা এই ছাত্রী এ বছর সব বিষয়ে সেরা হলেও এক বিষয়ে কম নম্বর পান। কেন পেলেন, তা খতিয়ে না দেখেই হোস্টেল ঘরে আত্মহত্যা করেন এই তরুণী।

ফাতিমা কেরালার কোল্লাম থেকে পড়তে এসেছিলেন। গত শনিবার সকালে তার ঘরের দরজা না খোলা হলে তার শিক্ষিকারা এসে ডাকাডাকি করেন। পরে দরজা ভাঙার পর তার ঝুলন্ত মরদেহ দেখা যায়। আত্মহত্যার তিনদিন পর ছাত্রীর মা-বা একটি অভিযোগ করেন। সেখানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর কাছে পুলিশি তদন্তের অনুরোধ জানিয়েছেন তারা।

পুলিশ জানিয়েছে, কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে ছাত্রীর বাবা আব্দুল লতিফ জানিয়েছেন, সুইসাইড নোট না লিখলেও তার সেলফোনে একটি লেখা রয়েছে, যেখানে তার কলেজের এক শিক্ষকের নাম রয়েছে। তিনি একজন প্রফেসর এবং সেই লেখায় ফাতিমা দাবি করেছেন, তার মৃত্যুর জন্য তিনি দায়ী। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার চেয়ে পিটিশন দায়ের করেছেন তিনি।

শেয়ার করুন!