Sex Cams

হবিগঞ্জ শহরে মসলার দাম আকাঁশছোয়া, মাছ ও সবজিতে নেই স্বস্থি



জুয়েল চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি/

হবিগঞ্জ শহরের বাজারগুলোতে পেয়াঁজ, মরিচসহ বিভিন্ন মসলার দাম আকাঁশছোয়া। সাধারণ মানুষের আওতার বাহিরে চলে গেছে ক্রয় ক্ষমতা। মধ্যবিত্ত পরিবারের লোকজন বাজারে গেলেই মাথায় হাত দিতে হচ্ছে। এক সপ্তাহ আগে পেয়াঁজ ছিল ৩০-৩৫ টাকা, বর্তমানে ৮০-৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রসুন ছিল ৮০ টাকা, বর্তমানে ১৫০ টাকা, আদা ছিলো ১শ টাকা, বর্তমানে ২শ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। গাজর ছিলো ৩০ থেকে ৪০ টাকা, বর্তমানে ১৫০ থেকে ২শ টাকা, মরিচ ছিলো ৩শ টাকা, বর্তমানে ৫শ টাকা কেজি, হলুদ, ধনিয়ার একই অবস্থা। বেড়েছে মাছ ও সবজির দামও। তবে ক্রেতাদের দাবি, সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, ভিন্নকথা।

অতিরিক্ত দাম দিয়ে কিনে আনেন বলে কেজি তে ৫-১০ টাকা লাভ করছেন। সকলেই বাজারে মনিটরিংয়ের দাবি জানান।

শেয়ার করুন!