সিলেটের পীরেরবাজার এলাকা থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার



সিলেট প্রতিনিধি/

 

সিলেটের শাহপরাণ থানার পীরেরবাজার এলাকা থেকে সাকিনুর বেগম (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২১ মে) সকাল ৯ টার দিকে শাহপরাণ থানার পীরেরবাজারস্থ আব্দুর রহমান তেলের পাম্পের পাশের সিরাজ মেম্বারের বাসা থেকে মরদেহটি উদ্ধার করে শাহপরাণ থানা পুলিশ।

নিহত সাকিনুর সিলেটের জৈন্তাপুর থানার চতুল গ্রামের বাসিন্দা। তিনি তার স্বামী সিএনজি চালিত অটোরিকশা চালক রোমান মিয়াকে নিয়ে পীরেরবাজার এলাকার সিরাজ মেম্বারের বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে অনেক ডাকাডাকির পরেও সাড়াশব্দ না পাওয়ায় রোমান মিয়া পুলিশকে খবর দন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বন্ধ দরজা ভেঙে সাকিনুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ররবিবার (২১ মে) সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন!