
হবিগঞ্জ/শায়েস্তাগঞ্জ/প্রতিনিধি/
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঘরের আলমারি পড়ে ইমন আহমেদ নামে ২১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২২ মে) সকাল ১১ টার দিকে উপজেলার অলিপুর বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ইমন একই এলাকার মনির হোসেনের ছেলে।
স্বজনরা জানান, সকালে ইমন ঘরে খেলাধুলার একপর্যায়ে ঘরে থাকা আলমারিতে ধাক্কা দেয়। এসময় দুর্ঘটনাবশত তার ওপর আলমারিটি পড়ে যায়। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানা পুলিশ লাশের সুরতহাল করেছে।