
কূটনৈতিক প্রতিবেদক/
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে কোনো নিষেধাজ্ঞা আসবে কিনা, সে বিষয়ে কোনো তথ্য সরকারের কাছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তবে মন্ত্রীর আশা, যুক্তরাষ্ট্রের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা আর নিষেধাজ্ঞা দেবে না। যুক্তরাষ্ট্র বলে-কয়ে নিষেধাজ্ঞা দেয় না বলেও মন্তব্য করেছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাতার সফর নিয়ে গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মলনে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আর নিষেধাজ্ঞা হবে কিনা, সেটা নিয়ে আমার কোনো ধারণা নেই। এগুলো আমাদের বলে-কয়ে তো (যুক্তরাষ্ট্র) কোনো দিন করে না, নতুন নিষেধাজ্ঞা আসা দুঃখজনক হবে মন্তব্য করে তিনি বলেন, তারা তো প্রায় দেশে হাজারও নিষেধাজ্ঞা দিয়েই যাচ্ছে। আমরা আশা করছি, তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা এসব করবে না।
একটি পত্রিকার প্রতিবেদনে তাকে (আবদুল মোমেন) চীনা লবিস্ট বলায় বিষয়টির প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘পত্রিকাটি মিথ্যা তথ্য দিয়েছে। মিথ্যা তথ্যটা হলো, পররাষ্ট্রমন্ত্রী, মানে আমি মন্ত্রী হওয়ার আগে চীনা একটা লবির সঙ্গে কাজ করেছি। এটা সম্পূর্ণ মিথ্যা। আমি মনে করেছি, এই মিথ্যাটার বিষয়ে বলা উচিত, কোনো চীনা কোম্পানিতেও কাজ করিনি, কারও লবিস্টও না; বরং বলতে পারেন, আমি সারাজীবনই আমেরিকায় ছিলাম এবং সেখানে কাজ করেছি। আমি জানি না, তারা এটা কেন করেছে। খুবই অদ্ভুত, তারা জেনেশুনে এই মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়েছে।’ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে ওই প্রতিবেদনের দুর্বলতা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভুল তথ্য দেওয়া হয়েছে, এগুলো আমাদের জানা নেই। এটা খুব অদ্ভুত এবং আশ্চর্যজনক এবং তারা কোনো রেফারেন্সও দেয়নি।’
নিষেধাজ্ঞার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিককালের বক্তব্যের বিষয়ে এক প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনীতিবিদরা অনেক কিছু বলেন, যাতে অন্যদের জন্য সতর্কবাণী থাকে। সেটা আক্ষরিক অর্থে কী হবে, আমি বলতে পারব না। তিনি আরও বলেন, কেউ চোখ রাঙিয়ে আমাদের দিকে তাকালেই আমরা ভড়কে যাব, এমন না। আমরা চ্যালেঞ্জ মোকাবিলা করব। মোকাবিলা করার ক্ষমতা আছে। সেই বার্তাই দেওয়া হয়েছে।
এদিকে জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণ সতর্কতা জারি খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাত-আট মাস পরে নির্বাচন হবে। এখনই মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের সতর্কতা অবলম্বন করতে বলেছে। তাদেরকে জিজ্ঞেস করেন– তারা কেন এটা করেছে।
আবদুল মোমেন বলেন, ‘আমাদের দেশে কোনো ধরনের হত্যা নেই। রাস্তাঘাটে কেউ গুলি করে কাউকে মারে না। আর মার্কিন নাগরিকদের বিরুদ্ধে তারা এত ক্ষেপবে কেন? কোনো অন্যায় তো মার্কিন নাগরিকরা এখানে করছেন না। এটা খুবই অদ্ভূত। আমি জানি না, ওদেরকে জিজ্ঞেস করেন– কেন করেছে?’ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত উন্নত দাবি করে মন্ত্রী বলেন, আমাদের দেশে কোনো কারণ নেই যে সহিংসতা হবে, যার জন্য অগ্রিম একটা সতর্কতা দিতে হবে। পররাষ্ট্রমন্ত্রীর মতে, সতর্কতা দেওয়া উচিত আমেরিকায় গেলে মল কিংবা বার কিংবা স্কুলে সাবধানে থাকতে।