ব্যালন ডি’অর পাওয়ার র‌্যাঙ্কিংয়ে সেরা দশে তিন সিটিজেন



ক্রীড়া ডেস্ক/

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মৌসুম শেষের পথে। তিন লিগের চ্যাম্পিয়নদের লিগ শিরোপার উৎসব হয়ে গেছে। শিরোপা থেকে সামান্য দূরত্বে পিএসজি। জার্মান বুন্দেসলিগাই কেবল রোমাঞ্চ ছড়াচ্ছে।

এরই মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে চলতি মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে আগামী ব্যালন ডি’অর কে জিতবেন। বিশ্বকাপের বছর হওয়ায় শুরু থেকেই লিওনেল মেসি এগিয়ে আছেন। সংবাদ মাধ্যম গোলের করা ব্যালন ডি’অর পাওয়ার র‌্যাঙ্কিংয়ে কর্তৃত্ব করছে ম্যানচেস্টার সিটি। যেখানে সেরা দশে তিনজন ম্যানচেস্টার সিটি ফুটবলার জায়গা করে নিয়েছেন।

লিওনেল মেসি: কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই লিওনেল মেসি তার শোকেসে আরেকটি ব্যালন ডি’অর তোলার লড়াইয়ে এগিয়ে আছে। পিএসজির হয়ে ট্রফি দে চ্যাম্পিয়ন জিতেছেন তিনি। লিগ ওয়ান জয়ের খুব কাছে আছেন। মৌসুম সব মিলিয়ে ৩৭ ম্যাচে ২৫ গোল করেছেন তিনি।

আর্লিং হ্যালন্ড: এবারের ব্যালন ডি’র লিওনেল মেসি এবং আর্লিং হ্যালন্ডের একজন না পেলেই অবাক হতে হবে। তিনি ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সর্বোচ্চ ৫৩ গোল করেছেন। সঙ্গে আট গোলে সহায়তা দিয়েছেন। এরই মধ্যে প্রিমিয়ার লিগ জিতেছেন। ট্রেবলের পথে আছে ম্যানসিটি। অর্থাৎ এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতলে হ্যালান্ডের সম্ভাবনা আরও বেড়ে যাবে।

কিলিয়ান এমবাপ্পে: টানা দুটি বিশ্বকাপ ফাইনাল খেলেছেন কিলিয়ান এমবাপ্পে। কাতারে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেন তিনি। বিশ্বকাপের রানার্স আপ এই ফ্রান্সম্যান। মৌসুমে সব মিলিয়ে ৫২ গোল এসেছে তার পা থেকে। ১৩ গোলে সহায়তা দিয়েছেন। ট্রফি জয়ে কেবল পিছিয়ে তিনি। ট্রফি দে চ্যাম্পিয়ন জিতেছেন। লিগ ওয়ান ছোঁয়া দূরত্বে আছেন।

ভিনিসিয়াস জুনিয়র: গোলে পিছিয়ে থাকলেও ভিনিসিয়াস জুনিয়র গোলে সহায়তা দেওয়ায় অনেক এগিয়ে। চলতি মৌসুমে তিনি ২৪ গোল করেছেন, ২৫ গোলে সহায়তা দিয়েছেন। জিতেছেন কোপা দেল রে, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার লিগ।

কেভিন ডি ব্রুইনি: সময়ের সেরা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনি। মৌসুমে দশ গোল ও ৩০ গোলে সহায়তা দিয়েছেন এই বেলজিয়াম তারকা। এবারের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আছেন পাঁচে।

ওসিমেন ও বেনজেমা: দলবদলের বাজারে রেকর্ড ভাঙতে যাচ্ছেন নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমেন। তিনি নাপোলিকে দুই দশক পরে সিরি আ’ জিতিয়েছেন। মৌসুমে গোল করেছেন ২৮টি। পাঁচ গোলে সহায়তা দিয়েছেন। করিম বেনজেমা আছেন সাতে। ২৯ গোল করেছেন, ছয় গোলে সহায়তা তার।

কাভারাস্তখেলিয়া, লেভানডভস্কি, আলভারেজ: ব্যালন ডি’অর পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আটে আছেন নাপোলির জর্জিয়ান ফরোয়ার্ড কাভিসা কাভারাস্তখেলিয়া। তিনি ১৬ গোল করেছেন, ১৭ গোলে সহায়তা দিয়েছেন। বার্সার হয়ে লা লিগা ও সুপার কাপ জেতা রবার্ট লেভানডভস্কি ৩৪ গোল করেছেন। নয় গোলে সহায়তা দিয়েছেন এই পোলিশ। আর্জেন্টিনা ও ম্যানসিটির বেঞ্চের খেলোয়াড় হয়েও জুলিয়ান আলভারেজ মৌসুমে ২৩ গোল করেছেন, ছয় গোলে সহায়তা দিয়েছেন। র‌্যাঙ্কিংয়ে দশে আছেন তিনি।

শেয়ার করুন!