এরদোগানকে সমর্থন জানালেন সিনান ওগান



ছবি-সংগৃহীত।
অনলাইন ডেস্ক/

তুরস্কের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে সমর্থন জানিয়েছেন কট্টর জাতীয়তাবাদী নেতা সিনান ওগান। প্রথম পর্বের ভোটে তৃতীয় অবস্থানে থাকা সিনান ওগান পাঁচ দশমিক দুই শতাংশ ভোট পেয়েছিলেন।

সোমবার আঙ্কারায় সংবাদ সম্মেলনে ওগান বলেন, তার প্রচারণার ফলে তুরস্কের রাজনীতিতে জাতীয়তাবাদী রাজনীতির লোকজন গুরুত্ব অর্জন করেছে। খবর ডয়চে ভেলে ও ডেইলি সাবাহর।

সমর্থকদের এরদোগানের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, চূড়ান্ত সিদ্ধান্তটি নেওয়ার আগে আমরা সব ধরনের আলোচনা করেছি। দেশ ও জনগণের জন্য এটি সঠিক সিদ্ধান্ত।

উল্লেখ্য, তুরস্কের সংবিধান অনুযায়ী, কোনো প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় পর্বের ভোটে গড়িয়েছে নির্বাচন। সিনান ওগান এবার এরদোগানকে সমর্থন জানানোর ফলে হিসাবনিকাশ পাল্টে যেতে পারে।

শেয়ার করুন!