
মাধবপুর/হবিগঞ্জ/প্রতিনিধি/
হবিগঞ্জের মাধবপুরে পানি সরবরাহের কাজে নিয়োজিত রোহী পানি কোম্পানির শ্রমিক বিদ্যুতস্পর্শে সন্তোষ সরকার (৩৩) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সন্তোষ সরকার ওই গ্রামের কুলেন্দ্র সরকারের ছেলে। সে পানি সরবরাহকারী হিসেবে কাজ করতেন।
স্থানীয় ইউপি সদস্য জানায়, প্রতিদিনের মতোই সন্তোষ সরকার তপন সরকারের রোহি নামে পানি সরবরাহকারী প্রতিষ্ঠানে সকালে কাজ করতে যায়। হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে বিদ্যুতায?িত হয়ে সে মারা গেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সে পানি সরবরাহের কাজে নিয়োজিত ছিলেন। ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) দিয়ে পানি সরবরাহ করতেন। সোমবার রাতে সে টমটমের ব্যাটারী চার্জে লাগিয়ে যায়। পরদিন মঙ্গলবার সকালে চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মুহূর্তেই তার মৃত্যু হয়।
থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক এর সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে থানার এসআই সামসুল আলম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। নিহতের পরিবার বিনা তদন্তে লাশ নেওয়ার আবেদন করেছেন।