শ্রীমঙ্গলে ময়লার ভাগাড় স্থানান্তরের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি



শ্রীমঙ্গল/মৌলভীবাজার/প্রতিনিধি/

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজ সহ ৩টি শিক্ষা প্রতিষ্টানের সামনে পৌরসভার ময়লার ভাগাড় অপসাণের দাবিতে উপজেলা চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষ থেকে শ্রীমঙ্গল সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষার্থী নূরুল আমিন, দীপ্ত, নাফিসা, ফাহিম, হালিমাসহ শিক্ষার্থীরা এই স্মারকলিপি প্রদান করেন। এসময় শ্রীমঙ্গল উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি কলেজ সহ পার্শ্ববর্তী দুটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান দি বাডস রেসিডেনসিয়্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ ও গাউছিয়া শফিকীয়া সুন্নিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারক লিপিতে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ ও আবর্জনার স্তুপ অপসারণের দাবি জানান। শিক্ষার্থীরা বলেন, সংশ্লিষ্ট মহল আন্তরিক উদ্যোগ নিলে শহর থেকে দূরে জনবসতিহীন সরকারের কোন খাস জায়গা অধিগ্রহণ করে ময়লা-আবর্জনা রাখার জন্য নির্ধারণ করে নিতে পারেন। আমরা ভুক্তভোগী সাধারণ শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ ও আবর্জনার ভাগাড়টি অপসারণের জন্য আবারও বিনীতভাবে জোর দাবি জানাচ্ছি।

শেয়ার করুন!