উইন্ডিজের বিপক্ষে স্বস্তিতে বাংলাদেশ



স্পোর্টস ডেস্ক/

সিলেটে দ্বিতীয় চারদিনের ম্যাচে উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে তৃতীয় দিন শেষে ১৬৬ রানে এগিয়ে আছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৩৭ রান ছাড়িয়ে ১০৮ রানের লিড পায় সফরকারীরা। উইন্ডিজ নিজেদের প্রথম ইনিংসে ৩৪৫ রানে অলআউট হয়। দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ২৭৪ রান করেছে বাংলাদেশ ‘এ’।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে আগের দিনের ৬ উইকেটে ২৬৮ রান নিয়ে বৃহস্পতিবার তৃতীয় দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। এদিন আরও ৭৭ রান যোগ করেছে দলটি। এতে ১০৮ রানের লিড পায় ত্যাগনারায়ণ চন্দরপলরা। সিনক্লেয়ার ৩২ রান করে আউট হলেও ডি সিলভা ৪৭ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে ৫৯ রানে তানজিম হাসান সাকিব সর্বাধিক ৪ উইকেট নেন।

১০৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা বাংলাদেশ সাদমান ইসলাম (৭৪) এবং শাহাদাত হোসাইন দিপু (৫০) জোড়া ফিফটি তুলেছে। ইরফান ব্যাট করছেন ৬৪ রানে। নাঈম হাসানকে নিয়ে সপ্তম উইকেট জুটিতে ভালো প্রতিরোধ গড়েছেন ইরফান। তাদের অবিচ্ছিন্ন ৬৫ রানের জুটিতে দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৬ উইকেটে ২৭৪ রান করেছে বাংলাদেশ ‘এ’।

শুক্রবার চতুর্থ ও শেষদিন সফরকারীদের ভালো টার্গেট দেওয়াই লক্ষ্য হবে বাংলাদেশ ‘এ’ দলের।

শেয়ার করুন!