ঢাকা থেকে সাজাপ্রাপ্ত আসামিকে আটক করেছে সদর থানা পুলিশ



হবিগঞ্জ/প্রতিনিধি/

হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ সাজাপ্রাপ্ত আসামি আক্তার মিয়াকে ঢাকা থেকে আটক করেছে। গতকাল মঙ্গলবার সকালে থানার এএসআই শিবলু মজুমদার ও স্বপন মনি দেবনাথসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা উত্তরা এলাকা থেকে তাকে আটক করেন। সে সদর উপজেলার পইল উত্তর পাড় গ্রামের আব্দুল খালেকের পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ৩ বছরের সাজা পরোয়ানা রয়েছে। এতোদিন সে আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে।

শেয়ার করুন!