
স্টাফ রিপোর্টার \
সদর উপজেলার লস্করপুরে তুচ্ছ ঘটনা নিয়ে এলাকার ত্রাস ময়না মেম্বার ও তার লোকজনের হামলায় ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় আফরোজ মিয়া (৪৫), মোজাক্কির হোসেন (২৫), নাসিম (২০) কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ঘটনা নিয়ে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় ভয়ানক সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।
জানা যায়, ওই গ্রামের ময়না মেম্বারের সাথে আফরোজ মিয়ার তুচ্ছ ঘটনা নিয়ে কথাকাটাকাটি হয়। গতকাল মঙ্গলবার সকালে ময়না মেম্বার, আফজল মিয়া, কাওসার মিয়া, কাইয়ুম, সবুজ, সুহেল, আশিকসহ ১০-১৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আফরোজ মিয়ার ওপর হামলা চালায়। তাদেরকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে সেখান থেকে সিলেট ওসমানিতে প্রেরণ করা হয়।