
পলাশবাড়ী/গাইবান্ধা/প্রতিনিধি/
পলাশবাড়ী উপজেলার কিশেরগাড়ী ও হেসেনপুর ইউনিয়নে ভূমি আইনকে অমান্য করে তিন ফসলি জমির মাটি দিনে ও রাতে বিক্রি করেই চলছে অসাধু মাটিখেকোরা।
স্থানীয়দের অভিযোগ, সারা বছরই এসব মাটিখেকোরা তাদের অবৈধ মাটি বিক্রির ব্যবসা দিনে ও রাতে চালিয়েই যাচ্ছে।
জানাযায়, কাকড়া গাড়ি আটকিয়ে দেয়, তাদের নানা অভিযোগ বেপরোয়া গাড়ি চালায় বিভিন্ন দূর্ঘটনা ঘটছে। পান ব্যবসায়ি আলম মিয়া জানায় গাড়ি চালাচলের কারনে রাস্তা ধুলাবালি সব দোকানে ঢুকছে , বার বার দোকান ঝাড়ু দিতে হচ্ছে কাস্টমার দোকানে আসছে না। চা ব্যাবসায়ী সবুজ মিয়ে বলেন,, রাস্তায় একটু পানি ঢালে না , ধূলোর জন্য কেউ চা খেতে আসে না।
ধুলাবালির কারেন শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
শিক্ষার্থীরের রাস্তায় পারাপাড় করতে অসুবিধা হচ্ছে। আবাদি জমির মাটি কাটার উপর নিষেধাজ্ঞা থাকা পরেও এভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে এলাকাবাসীরা প্রাশাসনের সুদৃষ্টি কামরা করছি।