
কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার শহরে এক দুর্ধষ সন্ত্রাসীকে দুর্বৃত্তরা জবাই করে হত্যা করেছে। কে বা কারা তাকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি। তবে স্থানীয়রা শুক্রবার (১৫ নভেম্বর) সকালে পৌরসভা এলাকার ৬নং-ওয়ার্ডের দক্ষিণ সাহিত্যিক পল্লী সমিতির বাজার সংলগ্ন ব্রিজের নিচে তার জবাইকৃত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। নিহত সন্ত্রাসী ওই এলাকার মৃত হোসেন আহমদের ছেলে নুর জোহার (২৫)। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে ।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, পুলিশের তালিকাভুক্ত ছিল শীর্ষ সন্ত্রাসী নুর জোহর। তার মৃত্যুতে স্থানীয়রা স্বস্তির নিঃশ্বাস ফিরে পেয়েছেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ খাইরুজ্জামান ।