গাজীপুরে ট্রেনে কাটা পড়ে একজন নিহত



সিএনবাংলাদেশ অনলাইন :

ফাইল ফটো । গাজীপুরের মরকুন এলাকায় ট্রেনে কাটা পড়ে সালাউদ্দিন বিপ্লব (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

টঙ্গী রেলও‌য়ে পু‌লিশ ফাঁ‌ড়ির ইনচার্জ উপ-প‌রিদর্শক (এসআই) মো. র‌ফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বিপ্লব শেরপু‌রের নকলা থানার কবুতরমা‌রি এলাকার সোবহান মিয়ার ছে‌লে। তি‌নি গাজীপুরে ভাড়া বাসায় থে‌কে বাসের হেলপার হিসেবে কাজ করতেন।

ঢাকা-জয়‌দেবপুর রেললাই‌ন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিপ্লবের।

মরদেহ উদ্ধার করে ময়নাতদ‌ন্তের জন্য ঢাকা মেডি‌ক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

শেয়ার করুন!