
স্টাফ রির্পোটার, সিলেট থেকে :
সিলেটে ট্রাক ভর্তী ভারতীয় পেঁয়াজসহ দুইজনকে আটক করেছে র্যাব-৯। আজ শুক্রবার বিকেলে শাহপরান (রহ.) থানা এলাকার বটেশ্বর ক্যান্টনমেন্টের সামনে থেকে পেঁয়াজসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, গোয়াইনঘাট উপজেলার মিত্রাকেল গ্রামের আবদুল হকের ছেলে লায়েছ উদ্দিন ও রাজশাহীর বোয়ালীয়া থানার উপভাদ্রা এলাকার আরমান আলীর পুত্র মো. মিরাজ আলী ।
জানা গেছে, সীমান্তবর্তী জাফলং এলাকা দিয়ে অবৈধ পথে ভারতীয় পেঁয়াজ নিয়ে আসছিলো চোরাকারবারীরা। ওই পেঁয়াজ ঢাকায় নিয়ে মজুদ করার জন্য নিয়ে যাচ্ছিলো তারা। এরকম গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম বটেশ্বর ক্যান্টনমেন্ট এলাকায় অভিযান চালিয়ে ট্রাক ভর্তী পেঁয়াজসহ দু’জনকে হাতেনাতে আটক করে। এসময় ৭হাজার ২শ’ কেজি পেঁয়াজ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৪লক্ষ টাকা হবে। তবে ভারত থেকে বাংলাদেশে কিভাবে এই পেঁয়াজ আসল এবং এঘটনার সাথে কারা জড়িত সেই বিষয়ে তথ্য উদঘাটনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানায় র্যাব।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান। এ রির্পোট লেখা পর্য্যন্ত আটককৃতদের শাহপরান (রহ.) থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছিল।