
সিএনবাংলাদেশ ডেস্ক :
পণ্যের অতিরিক্ত দাম নেয়ায় ভারতের কয়েকটি হোটেল মাঝে মাঝেই সংবাদে উঠে আসে। কয়েক দিন আগে পাঁচতারকা একটি হোটেলে কলার দাম অতিরিক্ত নেয়ায় তা সংবাদের শিরোনাম হয়েছিল।
এবার তেমনই একটি হোটেলে তিনটি সিদ্ধ ডিমের দাম ধরা হয়েছে ১৬৭২ হাজার টাকা। এ হিসেবে এক হালি ডিমের দাম হয় ২২২৯ টাকা। এ নিয়ে নেট দুনিয়ায় হইচই পড়েছে।
সম্প্রতি ভারতের আহমেদাবাদে একটি পাঁচতারা হোটেলে এই ঘটনা ঘটেছে। ডিমের দামে অবাক নেটিজেনরা। আহমেদাবাদের মিউজিক ডিরেক্টর শেখর রাভজিয়ানির সঙ্গে এই ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার টুইইটারে তিনি এই ঘটনার কথা শেয়ার করে জানিয়েছেন, আহমেদাবাদের হায়াত রিজেন্সিতে ৩টি সিদ্ধ ডিমের জন্য মোট ১৬৭২ টাকা দাম নেওয়া হয়েছে। সেই বিলের ছবিও পোস্ট করেছেন তিনি।