‘আওয়ামী লীগের সাথে বেঈমানি করেছেন সুলতান মনুসর’




মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারবাজার-২ আসনের সংসদ সদস্য, গণফোরামের বহিস্কৃত সাবেক নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদকে এক হাত দিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী তাকে (সুলতান মনসুর) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বানিয়েছেন, ডাকসুর ভিপি বানিয়েছেন। ছাত্রলীগের নেতৃত্বে ভার দিয়েছিলেন, এমপি বানিয়েছেন। তবুও আওয়ামী লীগের সাথে বেইমানি করেছেন। নেত্রীর সাথে বেঈমানি করেছেন। দলীয় নেতৃবৃন্দের বুকে ছুরি মেরে চলে গেছেন।

গতকাল রোববার কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে তিনি এসব কথা বলেন।

সাবেক এমপি মরহুম আব্দুল জব্বারের বর্ণাঢ্য রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরে মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, সুলতান মনসুর জব্বার ভাইকে কষ্ট দিয়েছেন। সেই কষ্ট থেকে আলাহ কোনোদিন রেহাই দেবেন না। বেঈমান, মুনাফিকের স্থান আওয়ামী লীগে হতে পারে না।

এর আগে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদ এমপি। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

শেয়ার করুন!